বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:৫৫

সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জারি করেছেন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’। আজ বৃহস্পতিবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আদেশটি অনুমোদন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে গণভোট আয়োজন করা হবে এবং ভোটাররা প্রতিটি বিষয়ে একক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে মতামত জানাবেন। প্রধান উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজন করা হবে। এতে সংবিধান সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না। প্রয়োজনীয় আইনও উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top