সংবিধান সংস্কার ও উচ্চকক্ষ গঠনে চূড়ান্ত আদেশ, গেজেট জারি!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:২১
রাষ্ট্রকাঠামো সংস্কারের ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন সাপেক্ষে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর গেজেট জারি করা হয়েছে।
এই আদেশ জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে রাষ্ট্রপতির নির্দেশে জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সংবিধান সংস্কারের জন্য জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যালটে চারটি মূল প্রস্তাবনা থাকবে। যার মধ্যে রয়েছে: তত্ত্বাবধায়ক সরকার ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন; এবং দুই কক্ষ বিশিষ্ট সংসদ (১০০ সদস্যের উচ্চকক্ষ) গঠন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠ হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদ তাদের প্রথম অধিবেশন শুরুর ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে। সংস্কার সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠিত হবে। এই গেজেট জারির মাধ্যমে জুলাই সনদের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হলো।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।