সংকট রয়েই গেল! নির্বাচন ও গণভোট একসাথে মানছে না জামায়াত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৩০
জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘোষণায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন।
মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট জানান—প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এবং এই সিদ্ধান্তে একটি সংকট তৈরি হয়েছে। তারা এই সিদ্ধান্তকে জনগণের অভিপ্রায় উপেক্ষা বলে মনে করছে।
জামায়াতসহ ৮টি সমমনা দল শুরু থেকেই দাবি করে আসছিল যে, জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে। তাদের মতে, কেবল তবেই এই সংস্কারের আইনি ভিত্তি দৃঢ় হবে এবং ভবিষ্যতে আদালতে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে না।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস অবশ্য জানিয়েছেন—একই দিনে ভোট হলে সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না, বরং নির্বাচন উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। জামায়াতের এই প্রতিক্রিয়ার পর আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।