আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে ৫ দেশের আলেমরা, ধর্মীয় ঐক্যের ডাক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৪:৩২

সংগৃহীত

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান আজ পরিণত হয়েছে জনসমুদ্রে। আজ, ১৫ই নভেম্বর, শনিবার, শুরু হয়েছে 'আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন'। সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই ধর্মীয় সমাবেশ চলবে বেলা ২টা পর্যন্ত।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকেই এসে ভিড় করেছেন। আয়োজক 'সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ' জানিয়েছে, খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের এই সম্মেলন এক ঐতিহাসিক দৃশ্যের জন্ম দিয়েছে। সম্মেলন তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। এতে সভাপতিত্ব করছেন পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুল হামিদ, পীর সাহেব মধুপুর।

এই প্রথম বারের মতো আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেমরা। পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান এবং মাওলানা ইলিয়াস গুম্মানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমরা উপস্থিত আছেন। ভারত থেকে এসেছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি এবং জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী।

এছাড়া, দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা মামুনুল হক এবং বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকসহ অনেকে।

এই সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন স্বেচ্ছাসেবক দল। ধর্মীয় মূল্যবোধ ও বৈশ্বিক ঐক্যের এই মহাসম্মেলন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top