’ভাড়াটে টোকাই’-নির্ভর আ.লীগ: প্রেস সচিবের বিস্ফোরক মন্তব্য
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:০৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, আওয়ামী লীগ এখন তার প্রকৃত শক্তি হারিয়ে ‘ভাড়াটে টোকাই-ধরনের ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠীর’ ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
তার মতে, দলটির তৃণমূল হয় ভেঙে গেছে নয়তো দুর্বল, ফলে মাঠে তাদের সাংগঠনিক শক্তি সীমিত। তাই তারা এখন ফাঁকা বাসে আগুন দেওয়া, ক্ষণস্থায়ী ‘ঝটিকা মিছিল’ করা, বা এআই ব্যবহার করে মিথ্যা প্রচারণার আশ্রয় নিচ্ছে। শফিকুল আলমের দৃঢ় বিশ্বাস, এই সীমিত সক্ষমতার কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কোনো বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করা সম্ভব হবে না।
তিনি জোর দিয়ে বলেছেন, নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সপক্ষে তিনি বিএনপির শান্ত ও সুশৃঙ্খল মনোনয়ন প্রক্রিয়া এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনের সুসংগঠিত ও আত্মবিশ্বাসী অবস্থানকে কারণ হিসেবে দেখিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।