জামায়াত ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:০৬
জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে কী পদক্ষেপ নেবে, সে সম্পর্কে একটি স্পষ্ট ঘোষণা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত 'খতমে নবুওয়ত মহাসম্মেলন' মঞ্চ থেকে তিনি এই ঘোষণা দেন।
রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রক্ষমতায় যায়, তবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। তিনি দাবি করেন, এই বিষয়ে দেশ বা মুসলিম বিশ্বে কোনো দ্বিমত নেই এবং ইসলামি উম্মাহর সর্বসম্মত বিশ্বাস হলো—হযরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তিনি বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচিত করলে এই আকিদা বাস্তবায়ন করা হবে।
এই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জামায়াতের পক্ষ থেকে এমন জোরালো ঘোষণা এল। সমাবেশে বিএনপি'র সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ দেশ-বিদেশের শীর্ষ আলেম ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।