আজ থেকে নতুন পোশাকে পুলিশ: পরিবর্তন আসছে ধাপে ধাপে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:১৭
জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর, বাংলাদেশ পুলিশে বড় ধরনের সংস্কার আসছে। এরই অংশ হিসেবে শনিবার, অর্থাৎ ১৫ নভেম্বর থেকে চালু হয়েছে পুলিশের পরিবর্তিত নতুন পোশাক। অন্তর্বর্তী সরকারের অনুমোদনের পর এই পরিবর্তন এলো।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, নীল ও সবুজ রঙের বদলে নতুন একটি রঙের পোশাক এখন থেকে রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা পরবেন। তবে এটি এখনই সর্বস্তরে নয়, ধাপে ধাপে সদস্যদের মধ্যে সরবরাহ করা হবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, পোশাক পরিবর্তনের চেয়ে পুলিশ সদস্যদের মন-মানসিকতা পরিবর্তন করা আরও বেশি জরুরি, কারণ এর আগেও পোশাক পরিবর্তন হলেও পুলিশের কার্যক্রমে পরিবর্তন আসেনি।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও মন্তব্য করেছিলেন, পোশাকের সাথে সাথে মন-মানসিকতাও পরিবর্তন করতে হবে। তিন বাহিনীর (পুলিশ, র্যাব, আনসার) নতুন পোশাকের জন্য প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।