শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সংবিধানে 'আল্লাহর ওপর আস্থা' ফেরাবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:৩১

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিশ্রুতির কথা জানালেন। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত 'খতমে নবুয়ত মহাসম্মেলনে' তিনি ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় 'আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' পুনর্বহাল করা হবে।

সালাহউদ্দিন আহমদ স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম সংবিধানে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযোজন করেছিলেন, যা এখনো বহাল আছে। তবে তাঁর সংযোজন করা রাষ্ট্র পরিচালনার মূলনীতি—মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনা ও অনুচ্ছেদ ৮ থেকে তুলে দেওয়া হয়েছে। তিনি জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, জনগণ চাইলে বিএনপি অবশ্যই সেই মূলনীতিটি পুনর্বহাল করবে।

তিনি খতমে নবুয়তের আকিদার প্রতি দলের দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। এছাড়া মুসলিম মিল্লাতের দুর্বলতার কারণে ফিলিস্তিন ও মিয়ানমারে রোহিঙ্গা ভাইদের উপর হত্যাযজ্ঞ চলছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top