রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

অস্ট্রেলিয়ান এমপিদের সমর্থনে তারেক রহমানের ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:২১

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তার পাশাপাশি নিজের নিরাপত্তা জোরদারে অস্ট্রেলিয়ান এমপিদের আহ্বান জানানোর পর তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা ও বিবেকের সঙ্গে কথা বলেছেন।

তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ান এমপিদের এই সুচিন্তিত হস্তক্ষেপ বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা, মর্যাদা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য তাদের আহ্বান বাংলাদেশের সব নাগরিকের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হয়।

তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন তা অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং সহিংসতামুক্ত নির্বাচন হয়। অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীরা এই উদ্বেগগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষে তিনি বলেন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তি ভাগ করে নেয়। তাদের সমর্থন আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্রের প্রতি বিশ্বব্যাপী অঙ্গীকার সম্মিলিত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top