রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৫

সংগৃহীত

সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের এই ছেলে শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

মনে রাখতে হবে, এর আগে গত ২৬ সেপ্টেম্বর তাকে একবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভ্রমণরোধ’ নির্দেশনা দেখিয়ে আটকে দেওয়া হয়েছিল। তখন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না থাকায় তিনি দেশত্যাগ করতে পারেননি।

পরবর্তী সময়ে হাইকোর্টের আদেশ নিয়েই তিনি দেশত্যাগের অনুমতি পান। গত ১২ নভেম্বর ভোররাতে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে ইমিগ্রেশন ও অন্যান্য সংস্থার যাচাই-বাছাই শেষে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

দেশে ফেরার পর নিজের অনুভূতি প্রকাশ করে সোহেল তাজ ফেসবুকে লিখেছেন: “নিজের জন্মভূমি বাংলাদেশে প্রতিবার ফিরলেই একটা অন্যরকম অনুভূতি কাজ করে—আলহামদুলিল্লাহ। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যদিও পূর্ণ মেয়াদ শেষ না করেই উভয় পদ থেকে ইস্তফা দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top