রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

৫ দফা দাবিতে অনড় ৮ দল: গণভোট নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:১৫

সংগৃহীত

মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আজ (১৬ নভেম্বর, রবিবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন আটটি ইসলামী ও সমমনা দলের শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টার ভাষণ এবং দেশের বর্তমান পরিস্থিতি ছিল আলোচনার মূল বিষয়।

এই আলোচনার পরই দুপুর সাড়ে ১২টায় যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের ভিত্তিতে ৫-দফা গণদাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানের ঘোষণা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ তিনি মনে করেন, এতে সংকটের সমাধান না হয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, সরকারের কিছু পদক্ষেপে মনে হচ্ছে তারা একটি বিশেষ দলকে খুশি করার চেষ্টা করছেন, যা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তিনি আরও বলেন, নির্বাচনের মাঠ সমতল করতে ডিসিসহ সকল পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ জরুরি।

তিনি জানান, দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোট ও সংস্কারের পক্ষে। আট দলের লিয়াজোঁ কমিটির আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top