সংলাপের দ্বিতীয় দিন: আজ ১২ দলের সঙ্গে বৈঠকে ইসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপের দ্বিতীয় দিনে আজ রোববার ১২টি নিবন্ধিত দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন বা ইসি। গত বৃহস্পতিবার প্রথম দিনেও ১২টি দলের সঙ্গে মতবিনিময় হয়েছিল।
ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।অংশগ্রহণকারী দলগুলোর নাম স্ক্রলে দ্রুত দেখানো।
এরপর বিকেলে ২টা থেকে ৪টা পর্যন্ত ইসি মতবিনিময় করবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সঙ্গে।
বর্তমানে বিএনপি ও জামায়াতসহ ইসিতে মোট নিবন্ধিত দল রয়েছে ৫৩টি। অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলসহ কয়েকটি দলের নিবন্ধন বাতিল হয়েছে।
এর বাইরে নতুন তিনটি দল—জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।