ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৩০
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হবে তা কার্যকর হবে। তিনি জানান, “এই রায় শোনার জন্য সবাই কান পেতে আছে।”
রোববার (১৬ নভেম্বর) বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল (১৭ নভেম্বর) ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। “দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে,” যোগ করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘মোটামুটি সন্তোষজনক’। তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়; নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বও রয়েছে। জনগণ যখন নির্বাচনমুখী হয়, তখন কাউকে থামিয়ে রাখা যায় না।”
বরিশালের নথুল্লাবাদে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কালবেলা’কে জানান, বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে দুপুর ২টায় তিনি বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন এবং পুলিশ লাইন্সের ড্রিল সেটে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।