মৃত্যুদণ্ড হলে সংঘর্ষ: রয়টার্সকে জয়ের বিস্ফোরক মন্তব্য
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১১:৩৮
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে বাংলাদেশে চরম উত্তেজনা। রায় ঘোষণার আগে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এক বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, যদি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে, তবে দলীয় কর্মীরা ফেব্রুয়ারির নির্বাচন ঠেকিয়ে দেবে। তার দাবি, রায় রাজনৈতিকভাবে প্রভাবিত।
জয় হুঁশিয়ারি দেন, আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ না করলে পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে। তার কথায়, 'আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচন হতে দেব না। মুখোমুখি সংঘর্ষ হবেই।'
তবে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বচ্ছভাবে বিচার করছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার অভিযোগ ভিত্তিহীন।
জয় আরও দাবি করেন, তার মা ভারতে 'রাষ্ট্রপ্রধানের মতো' নিরাপত্তায় আছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, রায়ে তার মাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।
রায় ঘিরে এরই মধ্যে ঢাকায় ককটেল বিস্ফোরণসহ সহিংসতা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০০-র বেশি বিজিবি সদস্য মোতায়েন ও জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।