রায় পড়া শুরু: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ আসামি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:১৯
দীর্ঘ অপেক্ষার অবসান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় পড়া শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টার পর বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল-১ এই রায় পড়া শুরু করেন। ছয় ভাগে বিভক্ত ৪৫৩ পাতার রায় সরাসরি সম্প্রচার হচ্ছে।
প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আনা হত্যা, নির্যাতন, ষড়যন্ত্র ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশসহ পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে।
আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা হচ্ছে। তবে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়েছে।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম রায়। সাড়ে তিন মাসের আনুষ্ঠানিক বিচার শেষে এই রায় ঘিরে পরিস্থিতি উত্তপ্ত থাকায় আদালত চত্বরসহ আশপাশ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।