ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে হবে খেলার মাঠ: বুলডোজার নিয়ে আন্দোলন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৪:৩৭
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে নতুন উত্তেজনা। বাড়িকে 'খেলার মাঠে রূপান্তর' করার দাবিতে বুলডোজার নিয়ে জড়ো হয়েছেন জুলাই স্মৃতি পরিষদ ও আন্দোলনকারীরা।
পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান দাবি করেন, এই বাড়ি থেকেই ছাত্র-জনতার ওপর হামলার নীলনকশা তৈরি হতো। তাই তারা ফ্যাসিবাদী প্রতীক এই বাড়িটি গুঁড়িয়ে দিয়ে একটি উন্মুক্ত খেলার মাঠ চান।
নাহিদ জানান, এই বুলডোজার জুলাই যোদ্ধাদের নিজস্ব টাকায় ভাড়া করা হয়েছে। তারা সরকারি কোনো সহায়তা নেননি। তাদের সংকল্প চূড়ান্ত।
পুলিশি বাধা প্রসঙ্গে আন্দোলনকারীরা জানান, তারা স্বেচ্ছায় অপেক্ষা করছেন। স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই তারা ব্যারিকেড ভেঙে বুলডোজার নিয়ে এগিয়ে যাবেন।
জুলাই যোদ্ধা সাব্বির ও শিক্ষার্থী হাবিসুরের মতে, ৩২ নম্বর ছিল চক্রান্ত ও সন্ত্রাসীদের আশ্রয়স্থল। এটিকে ভেঙে সাধারণ মানুষের জন্য পার্ক ও খেলার মাঠ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।