সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ধানমণ্ডি ৩২-এ পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশকে লাথি মারার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৪:৫১

সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে সোমবার (১৭ নভেম্বর) ধানমণ্ডি ৩২ নম্বরে ফের দুটি বুলডোজার আনা হয়। বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এগুলো প্রবেশের চেষ্টা থামায়।

এরপর আইনশৃঙ্খলাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশের ওপর হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একজন পুলিশ সদস্যকে ধাওয়া করছেন। পালাতে থাকা পুলিশ সদস্যকে পেছন থেকে লাথি মারেন এক যুবক। তিনি রাস্তার পাশে পার্কিং করা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর নিজেকে সামলে নিয়ে পালিয়ে যান। ভিডিওতে দেখা যায়, কিছু সময় পরে যুবকরা পেছন থেকে ইট-পাটকেল ছুঁড়ে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে যাওয়ার পর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন দেওয়া হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বুলডোজার ব্যবহার করে বাড়িটি ধ্বংস করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top