ধানমন্ডি ৩২ নম্বরে ফের ধাওয়া পাল্টা-ধাওয়া
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:২৭
ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙতে যাওয়া শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ। এ ঘটনায় সেখানে আবারও পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
সরেজমিনে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের উদ্দেশ্যে অগ্রসর হন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়।
দুপুরে ঢাকা কলেজের মূল ফটক থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা হন। এস্কাভেটরসহ প্রবেশমুখে পৌঁছালে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
এদিকে সেনাবাহিনী ধানমন্ডি ৩২-এর আশপাশে কড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরাও এ সময় আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং বাড়িটি ভাঙার দাবি জানান।
জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এ এলাকায় কয়েক দফায় ধানমন্ডি ৩২-এর বাড়ির কিছু অংশ ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।