হাসিনার ফাঁসির রায়ে কষ্ট: জানালেন আইনজীবী আমির হোসেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৮:৩২
ঐতিহাসিক মৃত্যুদণ্ডের রায়ের পর আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ব্যক্তিগত কষ্ট ও ক্ষোভের কথা জানালেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে তিনি কষ্ট পেয়েছেন। রায় মেনে নিয়ে তিনি বলেন, রায়টা আমার পক্ষে হয়নি, বিপক্ষে গেছে। এজন্য আমি ক্ষুব্ধ, কষ্ট লালন করতেছি।
পলাতক আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি কোনো চেষ্টা করেননি, আইনগত বিধানও নেই। এমনকি আসামিদের পক্ষ থেকে কোনো সহায়তাও তিনি পাননি।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তবে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড প্রসঙ্গে তিনি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, যাদের পক্ষে মামলা লড়েন, তাদের পক্ষেই তার কথা বলা উচিত।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।