শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন টার্মিনালে আগুনের ধোঁয়া,যাত্রীরা আতঙ্কিত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনালে সোমবার (১৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা।
ঘটনার সময় বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ফেলে দিয়েছেন।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।