শেখ হাসিনার মৃত্যুদণ্ড: অ্যামনেস্টি ও জাতিসংঘের আপত্তি কেন?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৪:৩৪
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তাদের প্রধান আপত্তি—এই বিচার সুষ্ঠু ও ন্যায়সংগত হয়নি!
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেছেন, জুলাই অভ্যুত্থানের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যক্তিগতভাবে দায়ী ব্যক্তিদের বিচার হওয়া উচিত, তবে এই বিচার প্রক্রিয়াটি কোনোভাবেই ন্যায্য নয়।
সংস্থাটি বলছে, যে আদালতের (আইসিটি) স্বাধীনতার ঘাটতি নিয়ে তারা দীর্ঘদিন সমালোচনা করে আসছে, সেখানেই এই বিচার পরিচালিত হয়েছে। আসামিদের অনুপস্থিতিতে নজিরবিহীন দ্রুতগতিতে বিচারকাজ সম্পন্ন করা হয়েছে। আদালত নিযুক্ত আইনজীবীও প্রস্তুতির জন্য খুব কম সময় পেয়েছেন, যা ন্যায়বিচারের গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানিও এই রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জাতিসংঘ মৃত্যুদণ্ডের প্রয়োগকে দুঃখজনক মনে করে এবং সব পরিস্থিতিতে এর বিরোধিতা করে।
জাতিসংঘ আহ্বান জানিয়েছে—নেতৃত্ব ও দায়িত্বে থাকা সকল অপরাধীর বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য ও স্বচ্ছ হতে হবে। তারা আশা প্রকাশ করেছে, বাংলাদেশ ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও সত্য প্রকাশের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগিয়ে যাবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো ব্যতিক্রম ছাড়াই মৃত্যুদণ্ডের বিরোধী।

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।