মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সাউথ আফ্রিকায় পাঠানো ছেলের খোঁজ পাচ্ছে না পরিবার, দালালদের বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:০৫

সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দূরগাঁও গ্রামের নাজমুল শিপুর (২৫) পরিবার তার ছেলে সাউথ আফ্রিকায় পাঠানোর ৪৮ দিন পার হলেও তার কোনো খোঁজ পাচ্ছে না। ৩০ সেপ্টেম্বর জীবিকার সন্ধানে নাজমুল শিপু ঢাকার এক দালালের মাধ্যমে বিদেশ যাত্রা করেন। তবে এখনও পর্যন্ত তার অবস্থান ও নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

নাজমুল শিপুর মা নাছিমা বেগম কাঁদতে কাঁদতে জানিয়েছেন, “আমার ছেলের মুখের কথা একটু শুনতে চাই। ছেলেকে ছাড়া কীভাবে থাকব, তা ভাবতে পারছি না। আল্লাহ আমার ছেলেকে সুস্থ ফিরিয়ে আনুক।”

শিপুর বাবা মো. জাফর মোল্লা বলেন, “বড় স্বপ্ন নিয়ে কর্জ করে ছেলেকে আফ্রিকা পাঠিয়েছি। এখন ছেলের কোনো খোঁজ নেই। দালালরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা কথা পাল্টে দিয়েছে। সংসারের ব্যয়ভার, কর্জ কিভাবে শোধ করব তা বুঝতে পারছি না। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।”

শিপুর চাচা ফারুক হোসেনও বলেন, “বিভিন্ন সময়ে দালালরা ভিন্ন কথা বলছে। আমরা এখনই জানি না, নাজমুল বেঁচে আছে কি মারা গেছে।”

স্থানীয়রা জানায়, মিথ্যা আশ্বাস ও দালালদের খপ্পরে পড়ে এক পরিবার শেষ হয়ে যাচ্ছে। তারা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেছেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ জানিয়েছেন, “লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top