ফয়সালের ভিডিওবার্তা যাচাই চলছে: ডিএমপি কমিশনার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৭:৫৭
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদের দেওয়া ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে যাচাই-বাছাই শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ফয়সালের ভিডিওবার্তার বিষয়বস্তু বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার আওতায় রয়েছে। যাচাই শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ভিডিওটা আমরা পরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দেব। আপাতত নো-কমেন্টস।”
ফয়সাল করিম মাসুদের ভিডিওবার্তায় হত্যাকাণ্ড সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরা হলেও সেগুলোর সত্যতা নিয়ে জনমনে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ ভিডিওটির দাবি পর্যালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এদিকে নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক প্রার্থীই নিরাপত্তা চাইছেন। তবে পুলিশকে তাদের সীমিত সক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে।
তিনি বলেন,
“নির্বাচন উপলক্ষে বর্তমান প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। আপনার জীবনে কতটা হুমকি আছে, সেটা বিশেষ পুলিশ (এসবি) দিয়ে যাচাই করা হয়।”
যাচাই শেষে এসবি যদি কোনো ব্যক্তির জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে মত দেয়, তখন প্রয়োজন অনুযায়ী গানম্যান বা বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা বিশেষভাবে জোরদার করা হয়েছে। ভবিষ্যতে কোনো প্রার্থী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তা ঝুঁকির কথা জানালে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে সীমিত জনবল ও সম্পদের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন,
“আমরা গরিব দেশ, গরিব পুলিশ ডিপার্টমেন্ট। নির্বাচন আমাদের টপ প্রায়োরিটি। যদি সব লোকবল ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োগ করি, তাহলে ভোটকেন্দ্র পাহারা দেবে কে?”
ভোটকেন্দ্রের নিরাপত্তা, সন্ত্রাস ও অনিয়ন্ত্রণ পরিস্থিতি মোকাবিলায় ভারসাম্য বজায় রেখেই পুলিশ কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।