আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যৌথবাহিনীর অভিযান শুরু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৯:২১
রোববার (৪ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ঘোষণা করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু করা হবে।
নির্বাচন কমিশনার জানান, যৌথবাহিনীর অভিযান পরিচালনার জন্য তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১. অবৈধ অস্ত্র উদ্ধার: নির্বাচনের আগে দেশে যে অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে তা উদ্ধার করা এবং উদ্ধার সম্ভব না হলে এগুলো কোনো অপকর্মে ব্যবহার না হওয়া নিশ্চিত করা।
২. সন্ত্রাসীদের গ্রেফতার: চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা।
৩. নির্বাচনকেন্দ্রিক আচরণবিধি পর্যবেক্ষণ: প্রার্থীর আচরণবিধির বড় কোনো ব্যত্যয় যৌথবাহিনী দেখবে, আর ছোটখাটো ব্যত্যয় রুটিন কমিটি পর্যবেক্ষণ করবে।
রোহিঙ্গাদের শিবির সম্পর্কেও সতর্ক করে কমিশনার সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।
তিনি আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র আজকের মধ্যেই জারি হবে, যা অভিযানের রূপরেখা আরও স্পষ্ট করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।