সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

সালমান খানের বাড়িতে বাজছে বিয়ের সানাই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৯:২২

সংগৃহীত

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমান খান নিজের বিয়ের অপেক্ষায় না থাকলেও, সম্প্রতি পরিবারের নতুন সদস্যকে বরণ করতে মেতে উঠেছেন। সালমানের ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী খুব শিগগিরই বিয়ে করছেন। তিনি দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়াহানি-র সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। ইতোমধ্যেই তাদের বাগদান সম্পন্ন হয়েছে এবং সামাজিক মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়েছে।

৬০ বছরে পা রাখা সালমান খান বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে সময় কাটাচ্ছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। জন্মদিন উদযাপন করেছেন পরিবারের সঙ্গে পানভেলের খামারবাড়িতে।

কাজের ব্যস্ততাও কম নয়; সম্প্রতি শেষ করেছেন জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর শুটিং। নিরাপত্তা ও কাজের ব্যস্ততার মাঝেও ভাগ্নের বিয়ে নিয়ে খান পরিবার বেশ উচ্ছ্বসিত। তবে নেটিজেনদের আগ্রহ এখনো সালমানের দিকে; প্রশ্ন উঠেছে—‘ভাইজান সারাজীবন ব্যাচেলরই থাকবেন কি?’

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top