সরকারি খাদ্য মজুদ সন্তোষজনক, চালের দাম বাড়ার শঙ্কা নেই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৯:২০
সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের সরকারি খাদ্যশস্যের মজুদ বর্তমান পরিস্থিতিতে সন্তোষজনক। তিনি বলেন, আপাতত চালের দাম বাড়ার কোনো শঙ্কা নেই।
খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, সরকারি খাদ্য গুদামে বর্তমানে মোট ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে রয়েছে চাল ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন, গম ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন এবং ধান ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন।
আলী ইমাম মজুমদার আরও জানিয়েছেন, ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েন খাদ্য পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলবে না। দুই দেশের মধ্যে বাণিজ্য এখনও স্বাভাবিকভাবে চলমান রয়েছে।
ভারত থেকে চাল আমদানির বিষয়ে তিনি বলেন, এটি পূর্ণতই বাণিজ্যিক প্রক্রিয়া অনুসারে হচ্ছে এবং কোনো রাজনৈতিক বিষয় এখানে যুক্ত নয়।
খাদ্য সচিব ফিরোজ সরকার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।