মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ: হাইকোর্ট

রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৫

ছবি: সংগৃহীত

কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ: হাইকোর্ট

কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি অবৈধ ও অসাংবিধানিক ছিল বলে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এই আইনের অধীনে কোনো কর্মকাণ্ডের বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয়সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়া প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রায়ে আদালত বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। এটি সংবিধানের পরিপন্থী।

জাতীয় নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার অর্ন্তর্বতী। তাই সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিৎ। সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। ভোটের জন্য সব প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেওয়া হবে। গতকাল বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্ন্তর্বতী সরকারের মেয়াদ কতদিন থাকবে- এমন প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন দপ্তরে সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গ

সম্প্রতি দেশে ১৮৪ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি আলোচনায় এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকারের প্রতি যেন যথাযথ সম্মান দেখানো হয়, তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

চালের দাম কমবে: খাদ্য উপদেষ্টা

আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা জানান, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম।

ইরানে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে মানবাধিকার কর্মীর আত্মহত্যা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আত্মহত্যা করেছেন কিয়ানোশ সানজারি নামে দেশটির একজন মানবাধিকার কর্মী। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে কিয়ানোশ সানজারি জানিয়েছিলেন চারজন রাজনৈতিক বন্দিকে মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন। ঘণ্টাখানেক পরেই তার সহকর্মীরা জানান, তিনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি একটি পোস্টে লিখেছিলেন, তিনি আশা করছেন, একদিন ইরানিরা জেগে উঠবে এবং দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে বেরিয়ে আসবে।

দুই বাহুতে শিল্পা ও কাজল, মাঝখানে শাহরুখ; আসছে বাজিগর ২

নব্বই দশকে বাজিগর বদলে দিয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ভাগ্য। সেই সাফল্যের হাত ধরে এবার নির্মিত হচ্ছে বাজিগর ২। বরাবরের মতোই এবারও সিক্যুয়েলে থাকছেন বাদশাহ। বাজিগর আজও নব্বই দশকের নস্টালজিয়া। পোস্টারে দুই বাহুতে দুই নায়িকা শিল্পা শেঠি ও কাজল, মাঝখানে শাহরুখ খান। তখনো তিনি এসআরকে নামে খ্যাত নন। কিন্তু এই একটি ছবিই ভাগ্য বদলে দিয়েছিল শাহরুখের জীবনে। ছবিতে নায়ক ও খলনায়ক— দুটোই তিনি ছিলেন। বাজিগর ২ তৈরি হলে নিঃসন্দেহে এ ছবির হাত ধরে দুই প্রজন্ম বাঁধা পড়বে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top