রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

বিতর্কিত বক্তব্যে বিরতি ঘোষণা করলেন মুফতি আমির হামজা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭

ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল নিয়ে করা বিতর্কিত মন্তব্যের পর আলোচনায় আসা তরুণ ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে জামায়াতে ইসলামী। দলীয় দায়িত্বশীলরা তাকে বিতর্কিত রাজনৈতিক বা সামাজিক বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির হামজা জানান,
“সংগঠন থেকে আমাকে রাজনৈতিক বা বিতর্কিত বিষয়ে কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল বলেছেন, মাহফিলে কেবল কোরআনের তাফসির নিয়েই যেন সীমাবদ্ধ থাকি। আমিও সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে কোরআনের আলোচনার বাইরে আর কিছু বলব না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল নিয়ে দেওয়া মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন,
“সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুলবশত মুহসিন হলের নাম চলে এসেছে। এটা মুখ ফসকে হয়েছে। এজন্য আমি দুঃখিত। আগামীতে আরও সতর্ক থাকব।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তার বক্তব্য নিয়েও সমালোচনা হয়। এ প্রসঙ্গে হামজা বলেন,
“আমি জাহাঙ্গীরনগরে ছাত্র ছিলাম। ক্যাম্পাসের বাস্তবতা নিয়ে বলেছি। এখন অনেকে বলছেন, ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমি দুঃখিত। ওয়াজে তুলনা করতে গিয়ে ভুল হয়ে যায়।”

এর আগে ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য নিয়ে মন্তব্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে বিষয়টি ভুল ব্যাখ্যা হয়েছে জানিয়ে ক্ষমা চান হামজা।

রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচিত এই বক্তাকে গত মে মাসে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। তবে সাম্প্রতিক একাধিক বক্তব্য ঘিরে তিনি সমালোচনার মুখে রয়েছেন।

কুষ্টিয়াজাত এই বক্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top