বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

ঝটিকা মিছিলে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আটক

আহসান সাকিব হাসান | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলানগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“আজ দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। এখন পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের দাবি, যেসব স্পটে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেখানে অভিযান চালিয়ে একে একে তাদের আটক করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top