শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

বিএনপির মিত্রদের আসন ছাড়

আলোচনায় সীমা ৪০, তালিকা জমা দিচ্ছে ২১৭টি আসনের সম্ভাব্য প্রার্থী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৩:৪৪

ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মিত্রদের আসন ছাড় নিয়ে এখনো চলছে দরকষাকষি। সূত্রে জানা গেছে, এবার বিএনপি সর্বোচ্চ ৪০টি আসন তাদের মিত্রদের ছাড় দিতে পারে।

মিত্রদের মধ্যে গণতন্ত্র মঞ্চ ১৩৮, ১২ দলীয় জোট ২১, এগারো দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট ৯, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ১৩, জাতীয় পার্টি-বিজেপি ৫, গণফোরাম ১৫, লেবার পার্টি ৬ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ১০টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম দিয়েছে।

সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মিত্রদের ৫৮টি আসন ছাড় দিয়েছিল। তবে এবার জামায়াতে ইসলামীকে কোনো আসন ছাড় দেওয়া হবে না। এই কারণে বিএনপি মিত্রদের জনপ্রিয়তা এবং জয়লাভের সম্ভাবনার ভিত্তিতে আসন ভাগাভাগি নির্ধারণ করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, “আমরা এমন আসনেই মিত্রদের প্রার্থী দেব, যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। আলোচনায় সেই দিকটিই আমরা গুরুত্ব দিচ্ছি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্রদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি ও রাষ্ট্র গঠনের বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “প্রায় ৬৪টি রাজনৈতিক দল গত স্বৈরাচারের সময় রাজপথে আন্দোলনে যুক্ত হয়েছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই।”

সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে পাঁচটি জরিপ ও নিজস্ব তথ্যের ভিত্তিতে যাচাই করা হচ্ছে। পিরোজপুর-১ থেকে কুমিল্লা-৭ পর্যন্ত কয়েকটি আসনে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের ‘সবুজ সংকেত’ দেওয়া হতে পারে।

মিত্রদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ইতিমধ্যেই গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি-বিজেপি ও এনডিএম থেকে বিএনপির কাছে জমা পড়েছে। তবে আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার আগে মিত্রদের মধ্যে কিছুজন এবার মনোনয়ন পাবেন না।

নির্বাচনের তফশিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top