রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

হাসনাত আবদুল্লাহ: “নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে”

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত আগারগাঁও থেকে আসে না এবং ইসির রিমোট অন্য কারো হাতে রয়েছে। তিনি এ মন্তব্য করেন রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে।

হাসনাত বলেন, “তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা তারা দিতে পারেনি।”

এর আগে, এনসিপিকে ইসি চিঠি দিয়ে নির্বাচনী প্রতীকের তালিকা থেকে বাছাই করার সুযোগ দেয়। তবে দলটি বলেছে, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন গ্রহণ করবে না। এ কারণে, ইসি তাদেরকে জানিয়েছে, নির্বাচনী বিধিমালা অনুযায়ী শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top