বগুড়ায় সারজিসের গাড়িবহরে ককটেল হামলা, জেলা পরিষদে অবরুদ্ধ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৬:০৫

বগুড়ায় জেলা পরিষদের সামনে সারজিসের গাড়িবহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় সারজিস ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা কিছু সময়ের জন্য জেলা পরিষদ ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন বলে জানা গেছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সারজিসের নেতৃত্বাধীন গাড়িবহর জেলা পরিষদ চত্বরে প্রবেশের সময় দুর্বৃত্তরা হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছে কিনা, তা নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।