শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

শিবিরের বিজয় রহস্যজনক: নুরুল হক নুর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৪:২৫

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় আশ্চর্যজনক। তিনি বলেন, “শিবির তো একেবারেই নিষিদ্ধ ছিল। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার, এটা আমার কাছে রহস্যজনক।”

নুরুল হক নুরের মতে, শিবিরের এই সাফল্যের পেছনে তাদের ‘কল্যাণভিত্তিক রাজনীতি’ কাজ করছে। ছাত্রদের বিভিন্ন সুবিধা দিয়ে ভোট আদায় করা হচ্ছে। তিনি বলেন, “উচ্চশিক্ষিত তরুণরা কেন শিবিরকে ভোট দিলো, তা ভেবে দেখার বিষয়।”

সংলাপে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।

তাসনিম জারা বলেন, “প্রতিবাদ ছাড়া দেশে কিছুই পাওয়া যায় না। আমাদের দেশে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়।”

কাজী সাজ্জাদ জহির চন্দন মন্তব্য করেন, “বিদ্যমান সংবিধানের কোথাও গণভোটের কথা নেই। তাই এই গণভোটের প্রয়োজনীয়তা নেই।”

মজিবুর রহমান মঞ্জু বলেন, “আলোচনার টেবিলে সবাই আন্তরিক হলেও টেলিভিশনের সামনে গেলে তারা দলের পক্ষের হয়ে যায়। যদি টেলিভিশন চ্যানেলগুলো না থাকত, আমাদের রাজনীতি অনেক সহজ হতো।”

জহির উদ্দিন স্বপন জানান, “জাতীয় নির্বাচনের শাশ্বত পথে প্রবেশ না করা পর্যন্ত কোনো সমাধান আসবে না।”

সংলাপটি আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ ও ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএস সভাপতি জিল্লুর রহমান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top