রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে

বিএনপির ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৫:১৪

ছবি: সংগৃহীত

আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

এদিকে সকালে আলাদা এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ‘জুলাই সনদ’ ইস্যুতে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না। তবে আমরা ধৈর্য ধারণ করছি—এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি।”

গয়েশ্বর আরও অভিযোগ করেন, রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হওয়ায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top