রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ফের জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৫:৪১

ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে সংগঠনের আমির ঘোষণা করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সংগঠনটি জানায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকন (সদস্য)দের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফল অনুযায়ী, সর্বাধিক ভোট পেয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top