শাপলা কলি মেনে নিচ্ছে এনসিপি, ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই সম্ভাব্য
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৮:০২
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাদের নিবন্ধনের আবেদনে সংশোধনী আনার মাধ্যমে ‘লাল শাপলা’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে।
রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এনসিপির প্রতিনিধিদল। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানান, “আমরা শাপলা কলি নেব। তবে কেন শাপলা দেওয়া হবে না, সে ব্যাখ্যা আমরা এখনও পাইনি।” তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
পাটওয়ারী জানান, নির্বাচনে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি প্রতীকের জন্য ইসিতে সংশোধিত আবেদন করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।