ইসির ধীরগতিতে অসন্তোষ, তবে ‘শাপলা কলি’ প্রতীকেই মাঠে নামছে এনসিপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১০:৪২
নির্বাচনী প্রতীক নির্ধারণ ও নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলীয় স্বার্থ বিবেচনায় ইসির প্রস্তাবিত প্রতীক ‘শাপলা কলি’ গ্রহণ করে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“প্রতীক নির্ধারণের ক্ষেত্রে ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে। আমরা অনেক আগে আবেদন করলেও তারা কোনো সমাধান দেয়নি। নির্বাচন কমিশন খুব ধীরগতিতে চলছে। ইসিকে সংক্ষিপ্তভাবে বললে এটা আর ‘ইলেকশন কমিশন’ নয়, বরং ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’।’’
তিনি আরও বলেন,
“ইসি প্রথমে বেশ কিছু ‘অজাতীয়’ প্রতীক যেমন বেগুন, খাট ইত্যাদি বাদ দিলেও পরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করেছে। ইসি এক ধাপ এগিয়ে ‘শাপলা’র সঙ্গে ‘কলি’ যুক্ত করেছে, যা আমরা ইতিবাচকভাবে দেখছি। দ্রুত নিবন্ধন প্রক্রিয়া শেষ করে প্রতীক নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।