নেত্রকোনা-৪ থেকে লুৎফুজ্জামান বাবর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৮:৩৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা-৪ আসনে প্রার্থী করা হয়েছে দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।
সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, লুৎফুজ্জামান বাবর ছাড়াও বিভিন্ন জেলায় নতুন ও অভিজ্ঞ নেতাদের প্রার্থী করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করে ধাপে ধাপে ঘোষণা দেওয়া হবে।
এদিকে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।