ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:
বিএনপির প্রার্থী ঘোষণা, খালেদা জিয়া তিন আসনে, তারেক রহমান প্রথমবার লড়বেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৮
                                        ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি ৬৩টি আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে। এর মধ্যে কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে, আর বাকি আসনগুলোতে মনোনয়ন সংক্রান্ত জটিলতা থাকায় পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন—
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি তিন আসনে লড়ে বিজয়ী হয়েছিলেন। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি এবং ২০১৮ সালে তিনি কারাগারে থাকায় অংশ নিতে পারেননি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁর পৈত্রিক আসন বগুড়া-৬ থেকে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন তাঁর নিজ আসন ঠাকুরগাঁও-১ থেকে।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রার্থী হচ্ছেন:
- 
ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১)
 - 
মির্জা আব্বাস (ঢাকা-৮)
 - 
গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩)
 - 
আবদুল মঈন খান (নরসিংদী-২)
 - 
আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০)
 - 
সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১)
 - 
ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২)
 - 
হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩)
 - 
এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬)
 
তবে বর্ষীয়ান নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান এবার প্রার্থী তালিকায় নেই। জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির পঞ্চগড়-১ আসন থেকে প্রার্থী হয়েছেন।
ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রার্থী হচ্ছেন:
আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), মোহাম্মদ শাহজাহান (নোয়াখালী-৪), আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩) ও আহমেদ আজম খান (টাঙ্গাইল-৮)।
চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর প্রার্থীরা:
মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬), আমান উল্লাহ আমান (ঢাকা-২), মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-৪), জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), মজিবুর রহমান সারোয়ার (বরিশাল-৫), লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), তাজভীর উল ইসলাম (কুড়িগ্রাম-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪), মুশফিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৪), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), খন্দকার আবদুল মুক্তাদির (সিলেট-১), তাহসিনা রশদীর লুনা (সিলেট-২), আবুল খায়ের ভুঁইয়া (লক্ষীপুর-২), এনামুল হক চৌধুরী (সিলেট-৬), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), জয়নাল আবেদীন ভিপি জয়নাল (ফেনী-২), ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), নাসের রহমান (মৌলভীবাজার-৩)।
যুগ্ম মহাসচিবদের মধ্যে:
খায়রুল কবির খোকন (নরসিংদী-১), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (লক্ষীপুর-২), সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ-১)। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন করছেন না।
অন্যান্য আলোচিত প্রার্থীরা:
আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩), হারুনর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), রুহুল কুদ্দুস দুলু (নাটোর-২), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), আলী আজগর লবী (খুলনা-৫), কায়সার কামাল (নেত্রকোনা-১), ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), মিজানুর রহমান সিনহা (মুন্সিগঞ্জ-২), ইশরাক হোসেন (ঢাকা-৬), এহসানুল হক মিলন (চাঁদপুর-১), হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭)।
নারী প্রার্থীরা:
খালেদা জিয়াসহ নয়জন নারী প্রার্থী ধানের শীষে লড়ছেন। অন্যরা হলেন—ফারজানা শারমিন (নাটোর-১), সাবিরা সুলতানা (যশোর-২), ইসরাত সুলতানা ইলেন ভুট্টু (ঝালকাঠি-২), সানসিলা জেবরিন (শেরপুর-১), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪), শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২), তাহসিনা রুশদীর লুনা (সিলেট-২)।
উপসংহার:
বিএনপির এই প্রার্থী তালিকা আংশিক হলেও দলটির ভেতরে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। তবে ঘোষিত আসনগুলোর কিছুতে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে বিএনপি।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।