জাতীয় নির্বাচনের আগে গণভোট আবশ্যক: জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান
সিলেট প্রতিনিধি | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১১:৫৯
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জাতীয় নির্বাচনের বৈধতা এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য প্রথমে গণভোট আয়োজন করতে হবে। বুধবার সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত, নতুবা দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আগামী ভোটে আওয়ামী লীগের কোনো সুযোগ নেই। তারা কখনোই নির্বাচনমুখী দল নয়।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না।
তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদ আমীর নির্বাচিত হওয়ার পর এটি তাঁর সিলেটে প্রথম আগমন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সকাল সাড়ে ৭টায় জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে আমীরকে বিশাল মোটরসাইকেল র্যালি ও গাড়ি বহরে শোডাউনের মাধ্যমে বিমানবন্দর থেকে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে নেওয়া হয়। ফজরের নামাজের পর থেকেই হাজারো নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সম্প্রতি বিদেশ সফর প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, “বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা আমাদের প্রতি বুকভরা ভালোবাসা এবং সমর্থন নিয়ে এগিয়ে এসেছেন। প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।