এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক রিজভী সাময়িক অব্যাহতি পেলেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১০:০৮
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) এনসিপির দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, রিজভীর বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে এবং তার আচরণ সংগঠনের নীতির পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তার যথাযথ কারণ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছে দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান রিজভী বলেন,
“আমার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এতে দল যা ভালো মনে করেছে, তা করেছে। আমি এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেব।”
সূত্র মতে, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এনসিপি সম্প্রতি বেশ কয়েকটি সাংগঠনিক পদে পরিবর্তন আনছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।