শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

বিএনপি সংস্কারের প্রতিপক্ষ নয়: ডা. জাহিদ হোসেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৭:১২

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপিকে যারা সংস্কারের প্রতিপক্ষ মনে করেন, তারা আসলে শাক দিয়ে মাছ ঢাকতে চান। বিএনপি কোনো অবস্থাতেই সংস্কারের বিরোধী নয়।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের ৮নং ওয়ার্ডে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, “দেশ, মানুষ ও ইতিহাস সাক্ষী— বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস। মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক বাংলাদেশ গড়ার ইতিহাসই বিএনপির ইতিহাস।”

তিনি বলেন, “কোনো এক উপদেষ্টা বলেছেন, বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না। আমি তাকে বলতে চাই— যখন তুমি জন্মাওনি, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের কবরের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসনব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে সংস্কারের উদ্দেশ্যে।”

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, “বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে তা বাস্তবে রূপ দিতে চায়। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবির, এবং পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু।

এ সময় পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top