এনসিপি বিএনপি-জামায়াতের প্রস্তাবে ‘না’, এককভাবে নির্বাচনে অংশগ্রহণের পথে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১১:৫৪
নতুন করে রাজনৈতিক আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জানা গেছে, জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবেই বিএনপি ও জামায়াত উভয় দলই এনসিপিকে তাদের নির্বাচনি জোটে পেতে চাইছে। দুদলের পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে নানামুখী যোগাযোগ চলছে।
তবে জোট গঠনের কোনো ইচ্ছা নেই এনসিপির। আসন্ন নির্বাচনে যা-ই হোক, এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় রাজনীতিতে বড় দলের সঙ্গে যোগ দিয়ে স্বতন্ত্র অবস্থান হারানোর ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে এনসিপি। এর উদাহরণ হিসেবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা হাসানুল হক ইনু ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এক সময় স্বাধীন বামপন্থি হিসেবে জনপ্রিয় ছিলেন তারা, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে তাদের স্বতন্ত্র অবস্থান হারিয়ে যায়।
এক কেন্দ্রীয় এনসিপি নেতা যুগান্তরকে বলেন, “বড় রাজনৈতিক দলে যোগ দিলে ছোট দলগুলো তাদের মূল মতাদর্শ হারিয়ে ফেলে। ইনু-মেননের দলগুলো সেই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ।” তিনি আরও বলেন, “এনসিপি কোনোভাবেই সেই ভুল পথ অনুসরণ করবে না। রাজনৈতিক লেজুড়বৃত্তি করে আমরা হারতে চাই না।”
সূত্র জানায়, বিএনপি ও জামায়াত উভয় দলই এনসিপিকে জোটে টানার চেষ্টা চালাচ্ছে। বিএনপির পক্ষ থেকে এনসিপিকে ৮ থেকে ১০টি আসন দেয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে এনসিপি নেতারা এতে রাজি হননি এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে কোনো দলের সঙ্গে জোটে যাচ্ছে না তারা।
এনসিপি জানিয়েছে, বরং নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রেখে যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতের রাজনীতির শক্ত ভিত গড়ে তুলতে চায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।