শাপলা চত্বরে হেফাজতের গণহত্যায় ‘নিষ্ক্রিয়’ থাকায় বিএনপির সমালোচনা নাসীরুদ্দীন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৪:৩৯
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় ‘নিষ্ক্রিয়’ থাকার অভিযোগে বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি ছিল এনসিপি সমর্থিত ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন,
“ইসলামি যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল, তখন বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি। শাপলায় আমার আলেম ভাইয়েরা শহীদ হন, আর তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত ছিলেন। আলেমদের এটা বুঝতে হবে।”
‘মদিনা ও মওদুদীর ইসলাম’ নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন,
“তারা এখন বলছে জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম, আর আমাদের ইসলাম মদিনার ইসলাম। কিন্তু মদিনার ইসলামে চাঁদাবাজি, দুর্নীতি বা ফ্যাসিজম কোথা থেকে এলো? মদিনার ইসলাম তো শান্তির সমাজের কথা বলে। বাংলাদেশে সেই ইসলাম কায়েম করতে চাইলে আগে পড়ে দেখুন, জুলাই সনদের সঙ্গে মিল পাবেন।”
তিনি আরও বলেন,
“কওমি আলেমদের সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের বিরোধের একটি কারণ নবীরা নিষ্পাপ ও সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এনসিপি এই দুটোই মানে। তাহলে হেফাজত এনসিপির সঙ্গে আসুক। ইসলামের নামে কতগুলো ব্যানার খুলে ইসলামকে বাংলাদেশে অবমাননা করা হচ্ছে আলেমদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।”
নাসীরুদ্দীন পাটোয়ারীর দাবি, নতুন করে ইসলামী রাজনীতির সমীকরণ সাজানো হচ্ছ
“জামায়াত ইসলামিক ব্লক গড়ছে, আর হেফাজতের আলেমদের নিয়ে ঘুরে ঘুরে ট্যাবলেট খাওয়ানো হচ্ছে যেন ইসলামের নাম দিয়ে আবার ধানের শীষে ভোট দেয়।”
তিনি বলেন,
“আমরা রক্ত দিতে এসেছি, দুর্নীতির টাকা দিয়ে আর নির্বাচন করব না। জনগণের মধ্য থেকে এসেছি, জনগণের মধ্যেই থাকব। আমাদের বিরুদ্ধে যারা চাঁদাবাজির অভিযোগ তোলে, তারা নিজেরাই দেশের সর্বাধিক চাঁদাবাজ। সেই টাকা দিয়েই তো বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক এস. এম. আজমল হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন,
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন,
এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন,
ও বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।