শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কোথায়? -নাসীরুদ্দীন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৫

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে সতর্ক করে বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি রিফর্মের পথে চলছে এবং বিএনপিকেও অংশ নিতে হবে। তিনি বলেন, “শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কোথায়?”

সোমবার বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় পাটওয়ারী বলেন, “শুধু দাঁড়িপাল্লার ব্যাজ বা ধানের শীষের ব্যাজে ভোট দিলে কোনো সংস্কার বাস্তবায়ন হবে না। আমরা আগামী সংসদে একক নেতৃত্বের পার্লামেন্ট দেখতে চাই না।”

তিনি আরও সতর্ক করেন, যারা সমাজকল্যাণের মাধ্যমে ভোট সংগ্রহ করেছেন বা শহীদ পরিবারের ভোট দিয়ে ‘পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ যোগ করেছেন, তাদের ভোট ব্যাংক আগামীতে কমবে। পাটওয়ারী বলেন, “আগামী নির্বাচনের আগে একটি সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাব, বুঝে গিয়ে সংস্কার জোটে ভোট দিন।”

জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং নির্বাচন পিছিয়ে গেলে বিএনপি ও জামায়াতকে দায়ী করার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “দুটি দল থেকে মাঠে মারামারি ও তর্কযুদ্ধ হয়েছে, সমাধান হয়নি। সরকার যদি ঐকমত্য কমিশনের পরামর্শ থেকে বের হয়ে কোনো পক্ষের সঙ্গে যায়, আমরা রাজপথে যাবো।”

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং জাতীয় শ্রমিক শক্তির নেতারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top