বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

আগামী নির্বাচনে ভোট ‘হাইজ্যাকের’ আশঙ্কা, যুবকদের দৃঢ় থাকার আহ্বান জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৪৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা রয়েছে। কেউ “গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছে”— এমন ইঙ্গিত করে তিনি বলেন, মাসল ও ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করার চেষ্টা হতে পারে

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তরুণদের উদ্দেশে জামায়াত আমির বলেন,
“যুবকদের ভোট নিয়ে কেউ যেন কাড়াকাড়ি করতে না পারে। তোমাদের ভোট তোমরাই দেবে। তোমাদের বুকের দিকে কোনো ডাকাত যেন হাত বাড়ানোর সাহস না পায়। আমরা পাশে থাকব, সাহস দেব, শক্তি দেব। প্রয়োজনে যুবকেরা বিস্ফোরিত হবে ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, “তুমি যাকে পছন্দ তাকে ভোট দাও। আমাকে দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার। কিন্তু তোমার অধিকার রক্ষায় আমরা লড়ব।”

শেখ হাসিনার মামলার রায়ের বিষয়ে ডা. শফিকুর রহমান দাবি করেন, “এই রায়ের মাধ্যমে মজলুমানের কান্না কিছু হলেও থামবে। স্বজনহারা পরিবারগুলো সাময়িক সান্ত্বনা পাবে। বিচার লাইভ সম্প্রচার হওয়ায় এটি ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করেছে বলে আমরা মনে করি।”

তিনি সরকার ও বিচার বিভাগের প্রতি রায়ের আলোকেই “উপযুক্ত পদক্ষেপ গ্রহণের” আহ্বান জানান। জামায়াত আমির বলেন, দলের নেতৃত্বে ক্ষমতায় এলে কোনো সম্পদশালী বা উদ্যোক্তার সম্পদ কেড়ে নেওয়া হবে না, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

“চাঁদাবাজদের সমাজ থেকে নির্মূল করা হবে। শিল্পপতি ও ব্যবসায়ীদের কেউ হয়রানি করার সাহস পাবে না। চাঁদামুক্ত হলে দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে এবং ব্যবসার পরিবেশ স্বাভাবিক হবে।”

তিনি ফুটপাতের ব্যবসায়ীদের জন্য সম্মানজনক ব্যবসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

বিদেশে দেওয়া নিজের বক্তব্য প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চিন্তা করেই বলেছি, নারীদের কর্মঘণ্টা কমালে তারা বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারবে। পাঁচ ঘণ্টা পরে একজন মা তার সন্তান ও পরিবারকে সময় দিতে পারবে—এটাই সভ্য সমাজের দাবি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top