সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীতে মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:০৮

সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান নিজ দলের নেতাকর্মীদের বিভিন্ন জেলা ও মহানগরে মোটরসাইকেল র‌্যালি এবং শোভাযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা ও মহানগরে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বার্তায় বলা হয়, নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রা পরিচালনার সময় কয়েকটি দুর্ঘটনা ঘটার প্রেক্ষাপটে সম্মানিত আমির এই সিদ্ধান্ত নিয়েছেন।

বার্তায় আরও জানানো হয়, এখন থেকে সকল জেলা ও মহানগরী নির্বাচনী এলাকায় এই ধরনের কর্মসূচি বন্ধ থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top