শিগগিরই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ: এনসিপির ঘোষণা
স্টাফ রিপোর্টার | ঢাকা | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৮
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দু’দিনব্যাপী দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন দেশে শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
তিনি জানান, এই জোট বিএনপি–জামায়াতের বাইরে গঠিত হচ্ছে এবং তারা ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। নতুন অ্যালায়েন্সটি হবে সংস্কারপন্থী, নারীর অধিকার রক্ষাকারী এবং ধর্মীয় উগ্রতা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানবান্ধব।
আরও পড়ুন: ধর্মীয় চরমপন্থা ও চাঁদাবাজির বিরুদ্ধে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে কেন্দ্র করে কিছু কার্যক্রম নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। তার দাবি ভারত ও ক্ষমতাসীন দলের অর্থনৈতিক প্রভাব জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতামূলক ও নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে দেশের নতুন বাস্তবতায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উদ্যোগী হতে হবে।
এনসিপি নেতারা মনে করেন, ঘোষিত এই নতুন জোটটি আগামী জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে এগোবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।