শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে:শাহজাহান চৌধুরী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৫:০৬

সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চট্টগ্রামে নতুন আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে শাহজাহান চৌধুরী বলেন, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়—যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।”

তিনি আরও বলেন, “আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেকজনে নাকি উল্টাপাল্টা বলতেছে; খবরদার, খবরদার, খবরদার। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে।”

গত ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে এই বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবন, ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খাওয়া, আর ব্যক্তিগত সম্পদকে অগ্রাহ্য করার বিষয়ও উল্লেখ করেন।

এর আগে, ২২ নভেম্বর জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রশাসনকে কবজায় আনা নিয়ে দেওয়া তার বক্তব্য বিতর্কের জন্ম দেয়। কেন্দ্রীয় জামায়াত এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাকে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে শোকজ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top