খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’: আহমেদ আজম খান
Mithu Murad | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ রয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আহমেদ আজম খান বলেন, “গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। আমাদের মাঝে ফিরে আসার জন্য তিনি লড়াই করছেন। এখনও অবস্থা ক্রিটিক্যাল।”
তিনি আরও জানান, খালেদা জিয়া এমন একটি অবস্থায় আছেন, যা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার মতো নয়।
“বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি আসেননি। জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, “আপনারা ভেন্টিলেশন বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশন বলতে পারেন—উনি খুব ডিপ কন্ডিশনে আছেন।"
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরাও যুক্ত হয়েছেন। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন বলে জানান তিনি।
“এই মুহূর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। আল্লাহর রহমতেই তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।” — বলেন আহমেদ আজম খান।
চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (CCU) আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।